পর্দার যেসব নায়কদের নিয়ে মানুষ মেতেছে তুমুল উন্মাদনায় তাদের মধ্যে জেমস বন্ড সবার চেয়ে অনেকদূর এগিয়ে থাকবেন । গত ছয় দশক ধরে পৃথিবী জুড়ে জনপ্রিয় এই ব্রিটিশ গোয়েন্দা চরিত্রের ভক্ত নন এমন নারী, পুরুষের সন্ধান পাওয়া খুব কঠিন হবে । জেমস বন্ড চরিত্রটির জন্ম ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের হাত ধরে । ডক্টর নো চলচ্চিত্রের মাধ্যমে প্রথম পর্দায় চরিত্রটিকে নিয়ে আসেন টেনেস ইয়াং । সেই থেকে আজ পর্যন্ত মোট ২৫ টি ০০৭ চলচ্চিত্র তৈরী হয়েছে জেমস বন্ডের গোয়েন্দা গল্প নিয়ে ।
শুধু সিনেমার পর্দায় নয় , এজেন্ট ০০৭ কে ভক্তরা অনুকরণ করে থাকেন স্টাইলে, পোশাকে , জুতায় । অসাধারণ পুরুষালি এই চরিত্রটি সমান জনপ্রিয় নারীদের কাছেও। তাই নিজেদের সৌন্দর্য তুলে ধরতে বা নারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে জেমস বন্ড ভক্তরা তাদের ফ্যাশন আইকন মনে করেন পর্দার এই হ্যান্ডসাম স্পাইকেই ।
জেমস বন্ডের সাজপোশাকের একটি অনবদ্য অংশ তার জুতা। পর্দায় জেমস বন্ডকে লড়তে হয় দুর্ধর্ষ সব প্ৰতিদ্বন্দীদের সাথে। আবার একই সাথে চুটিয়ে রোমান্স করতে হয় সুন্দরীদের সাথে। জেমস বন্ডের জুতাকে তাই হতে হয় একই সাথে একশন আর রোমান্সের জন্য পারফেক্ট কম্বিনেশনের জুতা।
বিভিন্ন দশকের ভিন্ন ভিন্ন জেমস বন্ড চলচ্চিত্রে নায়করা পড়েছেন নামকরা সব ব্র্যান্ডগুলোর বিশেষ বিশেষ জুতা। এর মধ্যে কোনো কোনটি জুতা আলাদাভাবে ডিজাইন করা হয়েছিল জেমস বন্ডের জন্যই। আজ আমরা বলবো জেমস বন্ডের সেই দারুন জুতাগুলোর গল্প।
ক্রোকেট এন্ড জোন্স টেটবারি চুক্কা বুট :
ক্রোকেট এন্ড জোন্স ব্র্যান্ডটি জেমস বন্ডের সবচেয়ে বহুল ব্যবহৃত ব্র্যান্ড। বেশ কয়েকটি চলচ্চিত্রে এই ব্রান্ডের বিভিন্ন জুতা পরেই মিশনে নেমেছেন জেমস বন্ড। ব্রিটিশ বিলাসবহুল জুতার এই ব্র্যান্ডটি ১৮৭৯ সাল থেকে ব্যবসা করছে। তাদের এই টেটবারি চুক্কা বুট হল একটি ক্লাসিক শৈলীর বুট যাতে একটি সোয়েড বা চামড়ার উপরের অংশ এবং লেসিংয়ের জন্য দুই বা তিন জোড়া আইলেট থাকে। এটি সাধারণত হাই হিল এবং ভার্সেটাইল এবং আরামের জন্য পরিচিত। জুতাটির একটি বিশেষ বৈশিষ্ট হলো জিন্স, খাকি এবং চিনো সহ বিভিন্ন ধরণের পোশাকের মানিয়ে যায় এটি। তুরস্ক এবং সাংহাইর অ্যাকশন দৃশ্যগুলোতে মিঃ বন্ডকে টেটবারি চুক্কা বুট পড়তে দেখা দেখা যায়।
ক্রোকেট & জোন্স হাইবারি ডার্বি সু
সবচেয়ে ভালো মানের চামড়া দিয়ে তৈরি, হাইবারি হল একটি প্লেইন-টোড ডার্বি। ডাইনাইট রাবারের সোল ভিজা বা তুষারময় আবহাওয়ায় সহায়তা এবং সুরক্ষা প্রদান করতে পারে , জুতাটির সামগ্রিক নকশা আপনাকে একটি অত্যন্ত পরিপাটি একটি লুক দিতে সাহায্য করবে। নো টাইম টু ডাই-এর লন্ডনের দৃশ্যের পাশাপাশি আগের বন্ড ফিল্ম, স্কাইফল-এর ছাদের দৃশ্যের সময় জেমস বন্ডের দ্বারা ক্রকেট অ্যান্ড জোন্সের হাইবারি জুতা পরা হয়।
ক্রোকেট এন্ড জোন্স আইলে বুট
ক্রোকেট & জোন্স’স আইলে বুট হল একটি সম্পূর্ণ ব্রোগ ডার্বি বুট যার ডিজাইনটি উইংটিপ ধাঁচের। ডাইনাইট রাবারের সোল এবং অতিরিক্ত জল প্রতিরোধের জন্য স্টর্ম ওয়েল্ট সমন্বিত, আইলে বুটগুলি সেরা স্কচ গ্রেইন বাছুরের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। ছবিতে স্কটল্যান্ডের দৃশ্যের সময় বন্ড এই শীতল বুট পরেন।
ড্যানার মাউন্টেন লাইট টু বুট:
ড্যানার মাউন্টেন এই বিষের লাইট টু বুটগুলি তৈরী প্রিমিয়াম লেদার এবং কর্ডুরা। আরেকটি বিশেষ বৈশিষ্ট হচ্ছে এই জুতাগুলো সম্পূর্ণ হাতের তৈরী তৈরি। টেক্স ওয়াটারপ্রুফ শ্বাসযোগ্য আস্তরণ রয়েছে জুতাগুলোয় ৷ এর রুক্ষ ভূখণ্ডে শক এবসারভিং ভিব্রাম সোল দেয় হাই ট্রাকশন এবং স্থায়িত্ব । এই ড্যানার মাউন্টেন জুতাগুলোর ‘এয়ারথোটিক’ হিল ক্র্যাডলস এবং আর্চ সাপোর্ট আপনার পাকে রাখে দুর্দান্ত কমফোর্টে। জেমস বন্ড অস্ট্রিয়াতে দৃশ্যের সময় ড্যানার মাউন্টেন লাইট টু বুট পরেন।
স্পেরি গোল্ড কাপ অথেন্টিক অরিজিনাল রিভিংস্টন বোট শু:
স্পেরির দুর্দান্ত স্টাইলিশ এই গোল্ড কাপ অথেনটিক অরিজিনাল রিভিংস্টন জুতাগুলো অত্যন্ত দক্ষ হাতে সেলাই করা। এতে রয়েছে মোকাসিন নির্মাণের বৈশিষ্ট্য যা আপনার পায়ের সাথে সহজেই মানিয়ে দিবে জুতাগুলোকে। এর আছে নমনীয়, আরাম, শক-শোষণকারী হিল কাপ। রিভিংস্টন বোট শু জুতাগুলোর অরথোলাইট ইনসোল অতিরিক্ত মেমরি ফোম স্তরের জন্য উপযুক্ত এবং সর্বোচ্চ স্থিতিশীলতার জন্য বিখ্যাত। অত্যন্ত আরামদায়ক হিসেবে পরিচিত স্পেরির এই জুতা জোড়া জ্যামাইকান পাল তোলার দৃশ্যের সময় পরেন জেমস বন্ড ।
প্যালাডিয়াম পাম্পা কাফ WP লাক্স বুট
মিনিমাল নকশা শৈলীর আরামদায়ক প্যালাডিয়ামের পাম্পা কাফ WP লাক্স বুটগুলি আপনার পা গুলোকে রাখবে শুষ্ক । কারণ এতে রয়েছে সিল করা সীম এবং তেলযুক্ত নুবাক চামড়ার ওয়াটারপ্রুফ গ্রেডের সেলাই৷ এর নরম মাইক্রোফাইবার কলার যুক্ত গোড়ালিতে থাকে ইনসুলেটেড প্যাডিং। বন্ডকে গ্যারেজ থেকে তার অ্যাস্টন মার্টিন গাড়িটি বের করার সময় করার সময় এই পড়তে দেখা যায়।
আজ এ পর্যন্তই। দুনিয়া কাঁপানো সব জুতাগুলোর গল্প জানতে নিয়মিত ইকো এন্ড পানার ওয়েবসাইট এ চোখ রাখুন।