You are currently viewing ড্রেস শু পড়তে যে ভুল গুলো হচ্ছে আপনার

ড্রেস শু পড়তে যে ভুল গুলো হচ্ছে আপনার

কোনো বিশেষ উপলক্ষে ভালো ব্র্যান্ডের ভালো মানের জুতা পড়েও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না ? তাহলে হয়তো জুতা পড়তে গিয়ে কিছু ভুল হচ্ছে আপনার। আমাদের মধ্যে অনেকেরই এই ভুলটি বেশি হয় ড্রেস শু বাছাই করতে গিয়ে। আজকে আমরা জানবো ড্রেস শু বাছাই করতে কি কি ভুল হতে পারে এবং এই সমস্যা গুলোর সমাধান কি। তাহলে চলুন হাঁটি।

 

 

 ১)  স্কয়ার টোয়ড জুতা:

 

 যে সকল জুতার সামনের দিক চারকোনা বা বক্স আকৃতির এধরণের জুতা এড়িয়ে চলুন। এ ধরণের জুতা মোটেও আকর্ষণীয় নয়, কেননা এই জুতা গুলো কোনো পোশাকের সাথেই ফ্যাশনেবল নয়। যদি আপনি কিছুটা লম্বা জুতা পড়তে ভালোবাসেন, তাহলে কিছুটা সরু ডিজাইনের জুতা পড়ুন। তবে খেয়াল রাখবেন বেশী সরু যাতে না হয়।

 

২)  একই রকম জুতা বারবার পড়া / কিনা :

 

 আপনার ড্রেস শু কালেকশন হতে হবে বৈচিত্র্যময়। ধরুন আপনার কালেকশনে এখন তিনটি আলাদা ডিজাইনের ড্রেস শু আছে। এখন যদি এই তিন ডিজাইনের কোনো একজোড়া জুতার নতুন জোড়া আপনি আবার সংগ্রহ করেন আপনার জুতার ডিজাইনে কোনো নতুনত্ব যোগ হবে না। 

ভালোমানের টেকসই এক জোড়া জুতা দীর্ঘদিন ভালো থাকতে পারে। তাই আপনি সহজেই আপনার কালেকশনে রাখতে পারেন কয়েক জোড়া জুতা।

৩) রাবারের সোল্ যুক্ত জুতা পড়া: 

 

 আমরা প্রায় প্রত্যেকেই ড্রেস শু পড়ে থাকি বিশেষ উপলক্ষ্য, অনুষ্ঠানগুলোতেই। এসব উপলক্ষ্যে চামড়ার সোল্ জুতা পার্টি শু গুলোই বেশি উপযোগী এবং আকর্ষণীয়। তাই জুতা কিনবার সময় চামড়ার সোল্ জুতা জুতাই বাছাই করুন ।  আপনি যদি বাংলাদেশের বর্ষাপ্রবণ প্রকৃতির নিয়ে চিন্তিত হন, থামুন জুতার উপর একজোড়া সিলিকনের শু প্রটেক্টর পড়ে নিন। গন্তব্যে গিয়ে সিলিকনের শু প্রটেক্টরটি খুলে ফেলুন। 

 

 

 ৪) খুব উৎকট ডিজাইন বা রঙিন জুতা পড়া:

অনেকেই সবার চেয়ে আলাদা জুতা পড়তে চান। কিন্তু আলাদা হতে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থাৎ একেবারে অপরিচিত অথবা অপ্রচলিত ডিজাইনের জুতা পড়লে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আর রঙিন জুতার ক্ষেত্রে স্পেক্টেটর শু (দুটি ভিন্ন কালার টোন বিশিষ্ট জুতা) এড়িয়ে চলাই ভালো সিন্ধান্ত হবে। 

 

 

বরং ক্লাসিক ডিজাইন ও এক রঙের জুতা আপনাকে সবসময় ফ্যাশনেবল থাকতে সাহায্য করবে।

 

জুতা আপনার সৌন্দর্য্যের অংশ এবং আপনার সৌন্দর্য্য সচেতনতার বহিঃপ্রকাশ। তাই সঠিক ভাবে সুন্দর জুতা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসিক জুতা সম্পর্কে জানতে সবসময় চোখ রাখুন ইকো এন্ড পানার ওয়েবসাইটে

Leave a Reply